spot_img

পিছিয়ে গেল ব্যাটম্যানের মুক্তি!

অবশ্যই পরুন

হলিউডের জনপ্রিয় চরিত্রের একটি ব্যাটম্যান। ‘ব্যাটম্যান’ মুক্তির পর কম আলোচনা হয়নি। সিনেমাটির পরবর্তী অংশ ‘ব্যাটম্যান টু’ মুক্তির নিয়ে ভক্তরা অপেক্ষায় ছিলেন। কিন্তু দর্শকের জন্য দুঃসংবাদ নিয়ে এলেন হলিউড নির্মাতা ম্যাট রিভস। ভ্যারাইটি থেকে জানা যায়, ম্যাট রিভস জানিয়েছেন, ব্যাটম্যানের সিকুয়াল ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা হচ্ছে না। ২০২৭ সালের ১ অক্টোবর আইম্যাক্সে মুক্তি পাবে সিনেমাটি।

‘দ্য ব্যাটম্যান’ সিনেমাটির সিকুয়াল ‘ব্যাটম্যান টু’। ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন হলিউডের জনপ্রিয় নায়ক রবার্ট প্যাটিনসন। ‘ব্যাটম্যান টু’ সিনেমাতেও দেখা যাবে তাকেই। তবে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেয়াতে ভক্তরা একেবারেই খুশি নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা সে বিষয়টি তুলে ধরেছেন একাধিক পোস্টে।

মূলত ওয়ার্নার ব্রোস তাদের আসন্ন মুক্তির সময়সূচিতে কিছু পরিবর্তন করেছে। নির্মাতা বং জুন হোর ‘মিকি সেভেনটিন’ ও রায়ান কুগলারের ‘সিনার্স’-এরও মুক্তির তারিখ বদলেছে। মিকি সেভেনটিনে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৭ মার্চ। একইভাবে সিনার্স ২০২৫ সালের ১৮ এপ্রিল মুক্তি পাবে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে মিকি সেভেনটিন আইম্যাক্সে দীর্ঘ সময় চলার সুযোগ পাবে।

অন্যদিকে, টম ক্রুজের অভিনয় ও আলেজান্দ্রো ইনারিতুর নির্মাণে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার অধিকাংশের মুক্তি নিয়ে রহস্য তৈরি হয়েছে। ওয়ার্নার ব্রোস জানিয়েছে টম ক্রুজের সঙ্গে অভিনয় করেছেন সান্দ্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমন্স, সোফি ওয়াইল্ড ও রিজ আহমেদ। ‘ডিউন’ সিনেমার প্রযোজক প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট সিনেমাটির প্রযোজনা করছে। পরিচালক হিসেবে ইনারিতুর পকেটে রয়েছে দুটি অস্কার। এর মধ্যেই তিনি দাঁড়িয়ে আছেন স্করসেজি, কপোলা ও স্পিলবার্গের মতো নির্মাতাদের পাশে।

সর্বশেষ সংবাদ

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ