spot_img

মরক্কো উপকূলে নৌকা ডুবে ৬৯ অভিবাসীর মৃত্যু

অবশ্যই পরুন

মরক্কো উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৯ জন। সমুদ্রপথে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনে যাচ্ছিলেন তারা। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে মালি কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

জানা গেছে, নিহতদের মধ্যে ২৫ জনই পশ্চিম আফ্রিকার দেশ মালির নাগরিক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী নৌকাটিতে ৮০ জনের মতো অভিবাসনপ্রত্যাশী ছিল। যারা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। পথে মরক্কোর উপকূলীয় এলাকায় এ দুর্ঘটনা হয়। জীবিত উদ্ধার করা হয় ১১ জনকে।

উল্লেখ্য, চলতি বছর অবৈধ পথটিতে আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার সময় নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ১০ হাজার অভিবাসী। জীবন দিতে হয়েছে গড়ে প্রতিদিন ৩০ জনকে। যাদের সবারই উদ্দেশ্য থাকে স্পেনে পৌঁছানো।

সর্বশেষ সংবাদ

ইরানে আইএইএর পরিদর্শকদের ফেরার পথ খুলছে, আশাবাদী গ্রোসি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার ইরানে একটি কারিগরি প্রতিনিধি দলকে পরিদর্শনের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে 'উৎসাহিত'...

এই বিভাগের অন্যান্য সংবাদ