spot_img

হোয়াটসঅ্যাপ-গুগল প্লে স্টোরের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ইরান

অবশ্যই পরুন

দু’বছরেরও বেশি সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-স্টোরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ইরান।

এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। বলা হচ্ছে, ইন্টারনেটে বিধিনিষেধ কমিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এক বৈঠকে নিষেধাজ্ঞাটি তুলে নেয়ার সিদ্ধান্ত আসে বলে জানানো হয়। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ রয়েছে ইরানে। নিরাপত্তাঝুঁকি, আন্দোলন দমানোসহ নানা কারণে ফেইসবুক, টুইটার ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয় দেশটিতে।

চলতি বছর সেপ্টেম্বরে ইরানসহ ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোর অনলাইন সেন্সরশিপ এড়াতে বড় প্রযুক্তি কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

সর্বশেষ সংবাদ

কাতার সফরে যাচ্ছেন ড. ইউনূস

আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ