spot_img

সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান

অবশ্যই পরুন

সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যমে ইতিহাস তৈরি গড়েছে নাসার একটি মহাকাশযান। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতের ৫টার আগে পার্কার সোলার প্রোব থেকে বিজ্ঞানীরা একটি সংকেত পেয়েছিলেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সূর্যের অনেক নিকটে প্রবেশ করায় বেশ কয়েক দিন যোগাযোগের বাইরে রয়েছে সোলার প্রোবটি। শুক্রবার ২৭ ডিসেম্বরর, সোলার প্রোবটি থেকে একটি সংকেতের প্রত্যাশ করছিলেন বিজ্ঞানীরা। মূলত, সংকেত পেলে নিশ্চিত হওয়া যাবে প্রোবটির সঠিক অবস্থান। অবশেষে, সোলার প্রোবটি থেকে সংকেত পেলেন বিজ্ঞানীরা।

নাসা বলেছে যে অনুসন্ধানটি ‘নিরাপদ’ ছিলো এবং এটি সৌর পৃষ্ঠ থেকে মাত্র ৩.৮ মিলিয়ন মাইল অতিক্রম করার পরেও স্বাভাবিকভাবে কাজ করছে এবং সিগনাল পাঠাতে সক্ষম হয়েছে ।

সংস্থাটির দাবি, “সূর্যের এই ক্লোজ-আপ জার্নিটি পার্কার সোলার প্রোবকে সূর্যের তাপমাত্রার সঠিক পরিমাপ করতে সাহায্য করে। যা বিজ্ঞানীদের আরও ভালভাবে বুঝতে সাহায্য করে যে কীভাবে এই সূর্যের উপাদান (সৌর বায়ুর উত্স কিংবা সূর্য থেকে বেরিয়ে আসা উপাদান) লক্ষ লক্ষ ডিগ্রিতে উত্তপ্ত হয়। এছাড়াও কীভাবে কণাগুলো আলোর গতিতে ত্বরান্বিত হয়, সে ব্যাপারেও বিস্তারিত ধারনা লাভ করা যাবে।”

নাসার হেড অফ সাইন্স ডা. নিকোলা ফক্স বলেছেন, “শতাব্দি ধরে মানুষ সূর্য নিয়ে অধ্যয়ন করেছে, কিন্তু একটি জায়গার বায়ুমণ্ডল অনুভব করা সম্ভব নয় যতক্ষণ না সেখানে যাওয়া যায়। তাই, সোলার প্রোবটির সংকেতের প্রত্যাশায় ছিলাম। অবশেষে, সংকেত পাওয়াটা গবেষণা আগে বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সংবাদ

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ সরকারের

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের...

এই বিভাগের অন্যান্য সংবাদ