বলিউড ‘বাদশা’ শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার ঘনিষ্ঠতা নিয়ে বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন। দু’জনের আলাপ অনেক আগে থেকে হলেও ঘনিষ্ঠতা নাকি জোয়া আখতারের ছবি ‘দি আর্চিজ’-এর সেটে। সেখানেই নাকি মন দেওয়া-নেওয়া হয় দুই তারকা সন্তানের। শাহরুখ-অমিতাভের ভক্তরা ধরেই নিয়েছিলেন, হয়তো পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন বচ্চন ও খান পরিবার। কিন্তু সেই আশায় যেন গুড়েবালি!
গুঞ্জন উঠেছে, বর্তমান সময়ের চর্চিত এই লাভ বার্ডসের প্রেম নাকি ভাঙতে বসেছে। আর তাই আলাদা হয়ে ক্রিসমাস সেলিব্রেশন করলেন তারা।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, এবার দুই জায়গাতে পার্টি করেন সুহানা-অগস্ত্য। তারকাদের জন্য নিজ বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন জোয়া আখতার। সেখানে শহিদ কাপুর থেকে শুরু করে ফারহান আখতার, জাভেদ আখতার, ঈশান খাট্টরের মতো তারকারা হাজির হন। আর সেই পার্টিতে একাই গিয়েছিলেন সুহানা। অন্যদিকে অমিতাভের নাতি অগস্ত্য গিয়েছিলেন কাপুরদের বড়দিনের পার্টিতে।
পার্টিতে অগস্ত্য-সুহানার আলাদা অবস্থান নিয়ে তাদের প্রেম ভাঙার জল্পনায় মেতেছেন নেটিজেনরা। এর পেছনে অবশ্য কিছু কারণও রয়েছে। যেমন, কয়দিন আগে সালমান খানের বাড়ির একট অনুষ্ঠানেও আলাদা আলাদা আসেন সুহানা-অগস্ত্য। আর সে থেকেই ভাঙনের জল্পনা শুরু, সম্পর্ক গভীর হওয়ার আগেই কি ভেঙে যাচ্ছে দুজনের প্রেম?