spot_img

ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক যেভাবে ধরা পড়লেন

অবশ্যই পরুন

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের এক সদস্য কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন। ঘটনায় জড়িত ট্রাকচালককে আটক করেছে শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়, ফলে তিনি রাস্তায় পড়ে যান। ট্রাকের আঘাতে তার মাথার হেলমেট খুলে পড়ে এবং রাস্তায় রক্তের দাগ দেখা যায়। আহত ফায়ার সার্ভিস কর্মীকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ট্রাকচালককে আটক করেন কাছে থাকা শিক্ষার্থীরা। তারা গাড়ির সামনে ব্যারিকেড তৈরি করলে ট্রাকচালক গাড়ি থামান। এরপর, শিক্ষার্থীরা তাকে মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন। উত্তেজিত জনতা ট্রাকচালককে মারধর করতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি শান্ত করেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। পরবর্তীতে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মোট ১৯টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ

বিপিএলে পারিশ্রমিক ইস্যু দ্রুত সমাধান না হলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ

বিপিএলের ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু দ্রুত সমাধান না হলে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ