spot_img

মসজিদে গমনের দোয়া

অবশ্যই পরুন

উচ্চারণ : আল্লাহুম্মাজআল ফি কালবি নুরান, ওয়া ফি লিসানি নুরান, ওয়াজআল ফি সামঈ নুরান, ওয়াজআল ফি বাসারি নুরান, ওয়াজআল ফি খালফি নুরান, ওয়া মিন আমামি নুরান, ওয়াজআল মিন ফাওকি নুরান, ওয়ামিন তাহতি নুরান, আল্লাহুম্মা আ‘তিনি নুরান।

অর্থ : হে আল্লাহ, আমার হৃদয় মনে আলো (নুর) সৃষ্টি করে দাও, আমার দৃষ্টিশক্তিতে আলো সৃষ্টি করে দাও, আমার পিছন দিকে আলো সৃষ্টি করে দাও, আমার সামনের দিকে আলো সৃষ্টি করে দাও, আমার ওপর দিক থেকে আলো সৃষ্টি করে দাও এবং আমার নিচের দিক থেকেও আলো সৃষ্টি করে দাও। হে আল্লাহ! আমাকে নুর বা আলো দান করো।

সূত্র : ইবনে আব্বাস (রা).-এর সূত্রে বর্ণিত আছে, রাসুল (সা.) তাঁর খালা মায়মুনা (রা.)-এর ঘরে রাত যাপন করলেন।

তিনি নবী (সা.)-এর তাহাজ্জুদ নামাজের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, যখন মুয়াজ্জিন ফজরের আজান দিতেন, তখন তিনি নামাজের জন্য বের হতেন এবং এই দোয়া পড়তেন। (মুসলিম, হাদিস : ১৬৮৪)

সর্বশেষ সংবাদ

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩জন নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার...

এই বিভাগের অন্যান্য সংবাদ