জিম্মি মুক্তি ইস্যুতে হামাসের সাথে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট- নেসেটে এ দাবি করেন তিনি।
নেতানিয়াহুর দাবি, আইডিএফ’র সামরিক চাপের মুখে নিজেদের শর্ত শিথিল করতে বাধ্য হয়েছে হামাস। চুক্তিতে ইসরায়েলি স্বার্থই নিশ্চিত হবে। আর সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে প্রশাসন।
কিন্তু কবে নাগাদ চূড়ান্ত হতে পারে চুক্তি সে বিষয়ে নিশ্চিত নন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিম্মিদের ঘরে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। অগ্রগতিও হচ্ছে। ইসরায়েলি নাগরিকদের নিজ আবাসে ফেরত না আনা পর্যন্ত নিরলস কাজ করে যাবে প্রশাসন।
এসময়, চিরশত্রু ইরান ইস্যুতেও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, যারা আমাদের ধ্বংসের হুমকি দিচ্ছে তাদের ওপর; বিশেষ করে ইরানের ওপর আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। তাদের পারমাণবিক কার্যক্রমে যেকোনো মূল্যে বাধা দেবো আমরা।