spot_img

ঘন কুয়াশায় নাটোরে ছয় ট্রাকের সংঘর্ষ, নিহত ১

অবশ্যই পরুন

নাটোরে ঘন কুয়াশার কারণে ছয়টি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন জানান, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আরও চারটি ট্রাক ওই দুটি ট্রাককে ধাক্কা দেয়। ফলে পাঁচটি ট্রাক রাস্তায় আটকা পড়ে এবং একটি ট্রাক খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় একটি মালবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত সাতজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়াকে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে ঘন কুয়াশায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

সর্বশেষ সংবাদ

বোতল ও পলিথিন ব্যবহারে খাবারে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে: পরিবেশ উপদেষ্টা

প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সাথে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক যা পরিবেশের পাশাপাশি মানবদেহের জন্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ