spot_img

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ‘সব আরোহীর মৃত্যু’

অবশ্যই পরুন

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রামাদোতে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে আরোহী সবাই নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার (২২ ডিসেম্বর) পর্যটন শহর গ্রামাদোয় এ ঘটনা ঘটে। খবর, রয়টার্সের।

গ্রামাদো শহরটি রিও গ্রান্দে দো সুল রাজ্যে অবস্থিত। রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, দুর্ভাগ্যবশত বিমানটির আরোহীদের কেউ বেঁচে নেই বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

রাজ্যের বেসামরিক পুলিশের স্বরাষ্ট্র বিভাগের পরিচালক ক্লেবার দোস সান্তোস লিমা বলেন, নাগরিক সুরক্ষা সংস্থার পক্ষ থেকে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমানের কোনো আরোহী জীবিত নেই।

জানা গেছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। পরে সেটি আরেকটি বাড়ির দ্বিতীয় তলায় আছড়ে পড়ে। এরপর আসবাবের একটি দোকানের ভেতরে গিয়ে বিধ্বস্ত হয়। বিমানের ধ্বংসাবশেষ ছিটকে কাছের একটি হোটেলের কাছে চলে যায়।

এদিকে, বিধ্বস্ত বিমানের কারণে সৃষ্ট আগুন থেকে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বিমানটি রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের আরেকটি পর্যটন শহর ক্যানেলা থেকে উড্ডয়ন করেছিল। গ্রামাদো ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটন শহর, বিশেষ করে বড়দিনের সময় সেখানে পর্যটকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

সর্বশেষ সংবাদ

সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহরণ করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ