spot_img

রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত

অবশ্যই পরুন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার কমপক্ষে ১০০ সেনা নিহত এবং আরো এক হাজার জন আহত হয়েছেন উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্য লি সিওং-কেউন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার সেনা। তবে পিয়ংইয়ং মস্কোকে জানিয়েছে যে তারা আরো সেনা পাঠাবে রাশিয়ায় এবং যে সেনাদের পাঠানো হবে, ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে তাদের প্রশিক্ষণের খোঁজ-খবর রাখছেন।’

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতায় গত আগস্ট মাসে ইউক্রেনের সীমান্তবর্তী ক্রুস্কে হামলা চালিয়ে প্রদেশটির কিছু অংশ দখল করে নেয় ইউক্রেনীয় সেনারা।

সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের স্থানীয় সময় মঙ্গলবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ