spot_img

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নিজ দেশেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: রিজওয়ানা হাসান

অবশ্যই পরুন

শুধু বিদেশ থেকে টাকা আনলেই হবে না, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নিজ দেশেই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান,

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ‘গ্লোবাল ক্লাইমেট নেগোসিয়েশন: চ্যালেঞ্জ অ্যান্ড প্রায়োরিটি ফর বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে ৩০ শতাংশ বায়ুদূষণ হয় পাশের দেশের কারণে। তবে নিজ দেশের বাকি দূষণের উৎসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলেই পরিবেশ বাঁচোনো সম্ভব।

তিনি জানান, এরইমধ্যে বায়ুদূষণ মোকাবেলায় একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ২১ ডিসেম্বর থেকে ১৪টি দলে ভাগ হয়ে তারা ঢাকা, নারায়ণঞ্জ ও গাজীপুরে অভিযান পরিচালনা করবে। ঢাকার খালগুলো পুনরুদ্ধারের কর্ম পরিকল্পনাও চূড়ান্ত বলে জানান উপদেষ্টা। শিগগিরই তা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ২৩ আগস্ট তার ঢাকায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ