spot_img

প্রেমিকের হাতে হাত রেখে বিশেষ বার্তা দিলেন মধুমিতা

অবশ্যই পরুন

টেলিভিশনের সিরিয়াল থেকে অভিনয় জগতে আসলেও ওটিটি-বড়পর্দায় এখন সবার নজরে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনও চাঙ্গা এই অভিনেত্রীর। এছাড়াও নিজের বিভিন্ন মুহূর্তকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই সক্রিয় থাকেন সামাজিক মাধ্যমে।

এদিকে শেষ হতে চলল ২০২৪। তাইতো নতুন বছরকে স্বাগত জানানোর আগে ২০২৪কে ফিরে দেখলেন মধুমিতা। বলা যায়, অনেকটা আবেগপ্রবণ হয়েই নিজের ব্যক্তিগত সব মুহূর্তের কথাগুলো অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন অভিনেত্রী।

মঙ্গলবার সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখতেই দেখা মেলে মধুমিতার বেশ কয়েকটি ছবি। তার মধ্যে রয়েছে প্রেমিকের হাতে হাত রাখা একটি ছবিও। মধুমিতার কাছে এই বছরে ছবিটি কেন বিশেষ হল- সেটিও স্পষ্ট করলেন। কারণ, ২০২৪শেই ভালোবাসার মানুষটি পেয়েছেন মধুমিতা।

ছবিগুলির ক্যাপশনে মধুমিতা লেখেন, ‘নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটাকে তো আর আমি আটকে রাখতে পারব না। তবে ২০২৪-এ যা যা করেছি সেগুলো তো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ। কঠোর পরিশ্রমে এই জায়গা অর্জন করা আমার।’

অভিনেত্রী আরও লেখেন, ‘এই বছরটা আমাকে শিখিয়েছে কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। জীবনের উপর আশা-ভরসা রাখতেও শিখিয়েছে। সাহস জুগিয়েছে আস্থা ও বিশ্বাস অটুট রাখার। তবে সময়ের উপর বিশ্বাসও রাখতে হবে। তাহলেই সঠিক ফল পাওয়া যাবে।’

মধুমিতার বিশেষ এই বার্তায় এ সব কিছুর জন্য তিনি এই মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়েছেন। যারা তাকে ভালোবাসে, তাদের প্রত্যেককে ধন্যবাদও জানাতে ভোলেননি অভিনেত্রী। করেছেন কৃতজ্ঞতা প্রকাশও।

মধুমিতার এই পোস্টে তাকে নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাতে দেখা যায় নেটিজেনদের।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ