spot_img

ইসরায়েলের যে পরিকল্পনায় ক্ষুব্ধ সৌদি আরব

অবশ্যই পরুন

অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের বসতি স্থাপন দ্বিগুণ করার পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। রোববার (১৫ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যের এই দেশটি ইসরায়েলের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে। খবর আরব নিউজ

গোলান মালভূমিতে জনসংখ্যা বাড়াতে সর্বসম্মতিক্রমে ১১ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিষয়ে আবারও পুনর্ব্যক্ত করেছে রিয়াদ।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার গোলান মালভূমি আরব ভূমি। কিন্তু ইসরায়েল সেটি দখলের মাধ্যমে সিরিয়াতে নিরাপত্তা পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা তৈরি করেছে।

১৯৬৭ সালে ইসরায়েল গোলান মালভূমির অধিকাংশ এলাকা দখল করে নেয়, পরবর্তীতে ১৯৮১ সালে ইসরায়েল এ কাজকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ