spot_img

বঙ্গভবনে মোবাইল ফোন হারালেন মির্জা আব্বাস

অবশ্যই পরুন

বিজয় দিবসে উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, বঙ্গভবনের অনুষ্ঠানে মির্জা আব্বাস যে চেয়ারে বসা ছিলেন তার পাশে চেয়ারের ওপর মোবাইলটি ছিলো সেখান থেকে মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরে ফোনটি আর খুঁজে পাননি।

প্রসঙ্গত, বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সে অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে যান মির্জা আব্বাস।

সর্বশেষ সংবাদ

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ