spot_img

বিমান বাহিনীতে প্রথমবারের মতো অনারারি কমিশন প্রদান

অবশ্যই পরুন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমবারের মতো মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জুনিয়র কমিশন্ড অফিসারদের (জেসিও) অনারারি কমিশন প্রদান করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের অনারারি ফ্লাইং অফিসার পদে উন্নীত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি কমিশনপ্রাপ্তদের ফ্লাইং অফিসার পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আনুগত্যের সাথে জাতীয় পর্যায়ে এবং স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিজয় দিবসে বিমান বাহিনীর ১৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওকে সম্মানসূচক অনারারি ফ্লাইং অফিসার পদবিতে অনারারি কমিশন প্রদান করা হয়।

বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার এসএম রবিউল হাসান, বিপিপি, রেডিও ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল আউয়াল, জেনারেল ইঞ্জিনিয়ারিং, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নূরে আলম সিদ্দিকী, আর্মামেন্ট ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আবুল হোসেন, এয়ারফ্রেম ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মাসুদ উজ্জামান, বিপিপি, ইলেকট্রিক্যাল এন্ড ইন্সট্রুমেন্ট ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (জেনারেল ডিউটিস), মাস্টার ওয়ারেন্ট অফিসার ইব্রাহীম সরদার, ইঞ্জিন ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নজিমুল হক, বিপিপি, রেডিও ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম হাফিজুর রহমান, প্রশাসনিক সহকারী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ বাহারুল ইসলাম, প্রভোস্ট, মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম আতিকুল রহমান, চিকিৎসা সহকারী, মাস্টার ওয়ারেন্ট অফিসার খোন্দকার বদিউল আলম, ইঞ্জিন ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শহীদুল ইসলাম, ফ্লাইট ইঞ্জিনিয়ার, মাস্টার ওয়ারেন্ট গোলাম মোস্তফা, রেডিও ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ওবায়দুল হক, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ড্রিল ইন্সট্রাক্টর।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ