spot_img

যুদ্ধবিরতির সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি : হামাস

অবশ্যই পরুন

যুদ্ধবিরতির সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সোমবার (১৬ ডিসেম্বর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আশর্ক নিউজ আউটলেটে নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস নেতার সূত্রে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সম্ভাবনাময়ী।

এদিকে, আরেক হামাস কর্মকর্তা বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাধা না দিলে আমরা এই চুক্তিটিতে উপনীত হতে পারব। আমরা এখন চুক্তি সম্পন্ন হওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছি।

এ সময় তিনি চুক্তির জন্য ওয়াশিংটনকে ইসরাইলি প্রধানমন্ত্রীর উপর চাপ দিতে হবে বলে মন্তব্য করেন।

সূত্রটি আরো জানিয়েছে, হামাস অনেক নমনীয়তা দেখিয়ে একটি প্রস্তাব পেশ করেছে। যেখানে পর্যায়ক্রমে যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। আর ইসরাইলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার করা হবে। তবে সেজন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা দিতে হবে।

সূত্র : টাইমস অব ইসরাইল ও জেরুসালেম পোস্ট

সর্বশেষ সংবাদ

দেশে দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে এক-তৃতীয়াংশ মানুষ: বিশ্বব্যাংক

বাংলাদেশে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো অপ্রত্যাশিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ