১৯৭১ সালের পর বাংলাদেশ কখনোই নিজস্ব রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। নতুন প্রেক্ষাপটে আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার রাতে বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত একাত্তর ও ২৪ এ শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিদেশি শক্তি বাংলাদেশকে কখনোই নিজস্ব রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
এসময় নাগরিক কমিটির সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ৭১ এর স্বাধীনতার স্বাদ জাতি পায়নি। মুজিববাদ স্বাধীনতার পর জাতিকে ধোঁকা দিয়ে স্বাধীনতাকে বঞ্চিত করেছে। বিচারের পরই তরুণ প্রজন্ম নির্বাচনে যাবে। আমরা মনে করি যারা আওয়ামী লীগের ও ভারতীয় দোসরদের বিচারের আগে যারা নির্বাচনের কথা বলবে তারাও আওয়ামী লীগের সাথে জড়িত ও দোসর। নতুন প্রজন্ম আবারও রক্ত দিতে প্রস্তুত আছে। তবুও স্বৈরাচার ও তাদের দোসরদের কখনোই মেনে নেবে না৷