spot_img

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিশ্রুতি ইতালির

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের চলমান ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি গাজায় মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখা এবং ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

গত শুক্রবার ইতালির রাজধানী রোমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

এক বিবৃতিতে ইতালি সরকার জানিয়েছে, বৈঠকে গাজায় বৈরিতার অবসান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন মেলোনি।

স্থায়ীভাবে গাজা সংকটের অবসানে দ্বি-রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য ইতালির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এটি বাস্তবায়িত হলে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের নাগরিকই নিরাপত্তার সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।’

ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও শক্তিশালীকরণে সমর্থনের পাশাপাশি গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনে ইতালির প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়া ১৫৮ দেশের মধ্যে ইতালির নামও রয়েছে।

(সূত্র: আনাদোলু এজেন্সি)

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ