লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নাছিমা আক্তার (২৫) নামে একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদার হাঁট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছিমা আক্তার রামগতি উপজেলার চরসীতা এলাকার আব্দুল বারেকের স্ত্রী। আহতরা হলেন, নিহত নারীর বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকশা চালক। তবে এখনও অটোরিকশা চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ফারজানা আক্তারকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে অটোরিকশাটি জমিদারহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে
দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাছিমা আক্তার মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.কমলাশীষ বলেন, হাসপাতালে আসার আগেই নাছিমা আক্তারের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ফারজানা আক্তারের অবস্থায় আশংকাজনক। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হবে।