spot_img

৪৮ ঘণ্টায় সিরিয়ায় ৪৮০টি হামলা ইসরায়েলের

অবশ্যই পরুন

সিরিয়ার বিদ্রোহীদের প্রবল চাপের মুখে রোববার (৮ ডিসেম্বর) সকালেই দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনামলের অবসান হয়েছে।

আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন বৃদ্ধি পেয়েছে। ৪৮ ঘণ্টায় সিরিয়ায় ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী এই দেশটি। যার মধ্যে সিরীয় নৌবাহিনীর ১৫টি জাহাজে হামলার ঘটনাও রয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, “গত ৪৮ ঘণ্টার মধ্যে আইডিএফ (সেনাবাহিনী) সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদগুলোতে আঘাত করেছে এবং সেগুলোকে সন্ত্রাসীদের পড়া ঠেকাতে বাধা দিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার শিকার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সিরিয়ার নৌবাহিনীর ১৫টি নৌযানও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বেশ কয়েকটি শহরে অ্যান্টি-এয়ারক্রাফ্ট ব্যাটারি এবং অস্ত্র উৎপাদানের স্থাপনাতেও হামলা করেছে ইসরায়েলি বাহিনী।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, “ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ (অন্য দেশের) কৌশলগত সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে” কাজ করছে আইডিএফ। সিরিয়ার নৌবহর ধ্বংস করার অভিযান “বড় ধরনের সাফল্য” বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ