spot_img

আসাদের সৈন্যদের ক্ষমা, সিরিয়ায় ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা

অবশ্যই পরুন

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে লড়াই করা সৈন্যদের সাধারণ ক্ষমা ও ‘ক্ষমতা হস্তান্তর’ নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম দ্যা টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে, তাদের নেতা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে তারা বাশার আল-আসাদের পক্ষে লড়াই করা সৈন্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করবেন।

এদিকে মিলিটারি অপারেশন কমান্ডের টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীদের দ্বারা প্রদত্ত সাধারণ ক্ষমা অফিসারদের জন্য প্রযোজ্য হবে না।

জানা গেছে, সিরিয়ার বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল-গোলানি (যার আসল নাম আহমেদ আল-শারা) বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালির সাথে দেখা করেছেন। এ সময় তিনি ‘ক্ষমতা হস্তান্তর’ নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, প্রায় ৫৩ বছরের পারিবারিক শাসনের অবসান ঘটেছে সিরিয়ায়। রোববার ভোরে সিরিয়ার কর্তৃত্ববাদী শাসক বাশার আল আসাদ বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছাড়েন। বিদ্রোহী যোদ্ধারা তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের পর কোনো প্রতিরোধ ছাড়াই দামেস্কে ঢুকে পড়েন। এরপর কয়েক ঘণ্টা না যেতেই তারা আসাদ সরকারের পতন ঘোষণা করেন।

বাশার আল আসাদ টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা ২৯ বছর সিরিয়া শাসন করেন। বাশার আল আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় ৫৩ বছরের আল আসাদ পরিবারের শাসনের অবসান হলো।

বাশার আল আসাদ পালানোর পর বিদ্রোহী গোষ্ঠী সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করেছে। তারা জানিয়েছে, স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ত্যাগ করেছেন। এইচটিএস রোববার টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ‘বাথ শাসনের অধীনে ৫০ বছরের নিপীড়নের পরে, ১৩ বছরের অপরাধ ও অত্যাচার, (জোর করে) বাস্তুচ্যুত হওয়ার পর আমরা আজ এই অন্ধকার সময়ের অবসান এবং সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছি।’
সূত্র : টাইমস অফ ইসরাইল ও বিবিসি

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ