গত সপ্তাহে প্যারিসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করার পর ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্পের ‘দৃঢ় সংকল্প’র জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন মার্কিন প্রশাসনের অধীনে ইউক্রেনের প্রতি সমর্থনের মাত্রা নিয়ে কিয়েভের আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষাপটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার এলিসি প্রাসাদে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে ত্রিমুখী আলোচনার আয়োজন করেছিলেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মঙ্গলবার ভোরে একটি পোস্টে জেলেনস্কি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে একসাথে কাজ করা -এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্যারিসে বৈঠকের সময়, আমরা ঠিক এ বিষয়েই আলোচনা করেছি।’
ইউক্রেন নেতা আরো বলেন, ‘আমি এটি আয়োজন করার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রতি আমার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করছি। সেইসাথে এই যুদ্ধের সুষ্ঠু অবসানের দৃঢ় সংকল্পের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।’
সূত্র : এএফপি