আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ। দিনটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে ইউনিসেফ ভবনের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ ও মর্নিং রাইডার্সের ব্যানারে সকালে একটি সাইকেল র্যালি করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে আগারগাঁওয়ে বিরতি দেয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনে নির্মম হত্যাকাণ্ডে জড়িত ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মোড়লরা সবসময় নিরব ভূমিকা পালন করে। ইউনিসেফ শিশু অধিকার নিয়ে কাজ করলেও গাঁজায় নিপীড়িত শিশুদের বেলায় তাদের কোনো কার্যক্রম নেই।
ফিলিস্তিনে ধারাবাহিক হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েল প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে। তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হওয়া উচিত। চন্দ্রিমা উদ্যান ঘুরে আবারও টিএসসিতে গিয়ে শেষ হয় তাদের সাইকেল র্যালি।