spot_img

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়লো

অবশ্যই পরুন

বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে। লিটারপ্রতি বাড়ছে আট টাকা। ফলে ১৬৭ টাকার পরিবর্তনে সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১৭৫ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

সোমবার (৯ ডিসেম্বর) এডিবেল ওয়েল অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। বোতলজাত সয়াবিন তেলের পাশাপাশি খোলা তেলের দামও ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে বলে এ সময় জানানো হয়।

উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে।

ব্যবসায়ীরা মজুতদারি করছে, সেই তৎপরতাও লক্ষ্য করা গেছে জানিয়ে সেখ বশিরউদ্দীন বলেন, নতুন নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি এবং বাজারে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে।

সর্বশেষ সংবাদ

বোতল ও পলিথিন ব্যবহারে খাবারে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে: পরিবেশ উপদেষ্টা

প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সাথে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক যা পরিবেশের পাশাপাশি মানবদেহের জন্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ