ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ভারী অস্ত্র ব্যবহার ঠিক হয়নি। এতো মানুষ মারা যাওয়ার কথা না। আন্দোলনে পুলিশের ভূমিকা সঠিক ছিল না।
রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, গণ মামলায় গণ আসামি থাকবে না। যেসব বাদী মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। এ সময় মামলা এবং গ্রেফতার বাণিজ্য কিছু পুলিশ সদস্য জড়িত স্বীকার করে তিনি বলেন, এই অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা যেসব সাংবাদিকদের আসামি করা হয়েছে তদন্তে তারা বাদ পড়বেন।