spot_img

ভারতকে উড়িয়ে দিয়ে ১০ উইকেটে জিতল অস্ট্রেলিয়া

অবশ্যই পরুন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারত-অস্ট্রেলিয়া দু’দলের জন্যই বোর্ডার-গাভাস্কার ট্রফির তাৎপর্য অনেক। পার্থে প্রথম টেস্ট জিতে আগেই রোমাঞ্চের আভাস দিয়ে রেখেছিল ভারত। তবে অ্যাডিলেডের গোলাপি বলের টেস্টে দেখা গেল উল্টো চিত্র। অজিদের কাছে একেবারেই উড়ে গেছে রোহিত শর্মার দল।

প্রথম ইনিংসে মিচেল স্টার্ক এবং দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের বোলিং তোপে মাত্র ১৯ রানের টার্গেট দিতে পারে ভারত। যেটি মাত্র তিন ওভার ২ বলেই টপকে গেছে অজিরা। ভারত হেরেছে ১০ উইকেটে। এই টেস্টের আগে এতো কম বলে ভারতকে কখনো হারাতে পারেনি অস্ট্রেলিয়া।

দিবারাত্রির অ্যাডিলেড টেস্ট শেষ হয়েছে মাত্র তিনদিনেই। দুই দল চার ইনিংসে খেলেছে মাত্র ১০৩১ বল। ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি টেস্টে বলের হিসেবে এটি সর্বনিম্ন।

শনিবার (৭ ডিসেম্বর) টেস্টের দ্বিতীয় দিনেই মূলত ভারতের হাত থেকে অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ম্যাচটি। ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে রোহিতের দল। রোববার তৃতীয় দিনে খেলতে নেমে ১৭৫ রানে অলআউট হয় সফরকারীরা। প্রথম ইনিংসে অজিরা ১৫৭ রানের লিড নেয়ায় ভারতের পুঁজি দাঁড়ায় মাত্র ১৮ রানের। যেটি নাথান ম্যাকসুইনি ১০ ও উসমান খাজা ৯ রানে অপরাজিত থেকে টপকে চেজ করে।

বিশাল এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে প্যাট কামিন্সের দল। এই জয়ে বড় ভূমিকা রয়েছে ট্রাভিস হেডেরও। ভারতের বিপক্ষে সবসময়ই জ্বলে ওঠা এই আগ্রাসী ব্যাটারের ১৪০ রানের সুবাদেই স্বাগতিকরা দেড়শ ছাড়ানো বড় লিড পায়।

অ্যাডিলেডে সবসময়ই পিঙ্ক টেস্ট আয়োজন করে আসছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে স্টার্কের বোলিং তোপে ভারত গুটিয়ে যায় মাত্র ১৮০ রানে। ৪৮ রানে স্টার্ক একাই নেন ৬ উইকেট, যা টেস্টে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

পরে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৩৩৭ রান। ভারতের সংগ্রহ পেরিয়ে তাদের লিড দাঁড়ায় ১৫৭ রানের।

অজিদের লিড পেরিয়ে জয়ের জন্য পর্যাপ্ত লক্ষ্য দিতে ভারতীয় ব্যাটারদের দায়িত্ব ছিল বড়। কিন্তু অজিদের লিড পেরোনোর আগেই ৮ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। দলের পক্ষে নিতিশ কুমার রেড্ডি সর্বোচ্চ ৪২ রানের ইনিংসটি খেলেন। যদিও রেড্ডির সান্ত্বনাদায়ক এই ইনিংসটি না থাকলে, ইনিংস ব্যবধানে হারতে হতো ভারতকে।

লোকেশ রাহুলকে ওপেনিংয়ে সুযোগ করে দিতে মিডল অর্ডারে নেমেছিলেন রোহিত। তারা দুজনেই ব্যর্থ হয়েছেন, রান পাননি বিরাট কোহলিও। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ৫ উইকেট নিয়েছেন অধিনায়ক কামিন্স। এছাড়া স্কট বোল্যান্ড ৩ এবং স্টার্ক ২ উইকেট শিকার করেছেন। তবে বোলারদের ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হেড।

সর্বশেষ সংবাদ

৯/১১-এর কায়দায় হামলার শিকার রাশিয়া ইউক্রেনে ধ্বংসযজ্ঞ বাড়াবে: পুতিন

৯/১১ এর কায়দায় রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলা করেছে ইউক্রেন। এর জবাব দেবে রাশিয়া। ইউক্রেনে আরও বেশি ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ