‘বাজে স্বভাব’ গান দিয়ে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন রেহান রাসুল। সেই গানটি লেখা ও সুরও ছিল রেহানের নিজের। এরপর আরও কিছু গান গেয়েছেন রেহান সেগুলোও প্রশংসা পেয়েছিল। এবার ফের তাকে নিয়ে আলোচনা। বিয়ে করেছেন রেহান। নিজেই জানিয়েছেন সেই খবর।
রেহান রাসুল শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন। পাত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে রেহান ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’
রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। পরিবারের সবাই বৃষ্টি নামে তাকে ডাকেন। সংবাদমাধ্যমে রেহান বললেংএক বছরের প্রেম আমাদের। পরিচয় ২০১৬ সালে। একসঙ্গে আমরা তখন এবিসি রেডিওতে কাজ করেছি। বৃষ্টি তখন ছয়-সাত মাস কাজ করেছিল প্রযোজক হিসেবে। তখন অবশ্য ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল না। ছিল শুধুই বন্ধুত্ব। ২০২৩ সালে এসে আমাদের আরেকটা আড্ডা হওয়া শুরু করে। ২০২৪ এর শুরু থেকে প্রেম, তারপর বিয়ে।
বিয়ের বিষয়টির সঙ্গে শক খাওয়ার প্রসঙ্গে টেনে রেহান বলেন, সব সময় সবাইকে বলে আসছি, জীবনেও বিয়ে করব না। বলেছিলাম, কারণ এ রকম মানুষ পাব কোনো দিন চিন্তাও করি নাই। আমি চেয়েছিলাম, যে মানুষটা আমাকে আমার মতন রাখে ভালোবাসবে। আমাকে বদলাবে না সে কখনো বলবে না যে ‘তুমি এমন হও, আমার এমন স্বামী লাগবে।’
রেহান রাসুল জানালেন, সাদিয়া ইসলামের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সম্প্রতি। গতকাল তা প্রকাশ্যে এনেছেন শুধু। কারণ প্রসঙ্গে রেহান বললেন, আমরা বিয়েতে কোনো অনুষ্ঠান করিনি। আত্মীয়স্বজন কাউকে জানানোও হয়নি। দুই পরিবারের অভিভাবক পর্যায়ে মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন। গতকাল মনে হয়, কাকে আলাদা করে জানাব, কাকে আয়োজন করে জানাব, কে আবার মন খারাপ করবে, কে অভিমান করবে এসব চিন্তা করতে করতে মনে হলো, বিয়ের খবরটা এবার জানিয়ে দেয়া উচিত। তাই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দেয়া, যার দোয়া করার করবেন। আমরা সবার শুভকামনা চাই।
কাজ প্রসঙ্গে রাহান জানান, বর্তমানে গান নিয়ে ব্যস্ত তিনি। খুব শিগগিরই তার নতুন গান প্রকাশিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ‘প্রিয়তমা’ সিনেমায় ‘গভীরে’ ও ‘তুফান’-এ ‘আসবে আমার দিন’ গানটি গেয়ে আলোচনায় আসেন রেহান রাসুল।