spot_img

জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র সংস্কারের আহ্বান তারেক রহমানের

অবশ্যই পরুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ডিসেম্বর) ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩১ দফা অর্জনের জন্য জনগণের সমর্থন অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘যতক্ষণ না জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারব, ততক্ষণ আমরা ৩১ দফা বাস্তবায়ন করতে পারব। এজন্য এই দফাগুলো জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে।’

ফরিদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় তারেক রহমান আরও বলেন, বিএনপির একক আন্দোলনে স্বৈরাচার বিদায় নেয়নি, বরং সব দল ও মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। তবে, জনগণের আস্থা অর্জন ও ধরে রাখার জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, মানুষ যদি না জানে বিএনপি কী চায়, তাদের জন্য কীভাবে কাজ করবে, তাহলে তাদের সমর্থন থাকবে না। তিনি আরও বলেন, হয়তো একবারে সব কিছু সম্ভব হবে না, তবে ধীরে ধীরে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চাই।

তারেক রহমান বলেন, ৩১ দফায় জনগণের সমর্থন নেওয়া, আস্থা অর্জন ও ধরে রাখার দায়িত্ব আমার আপনার আপনাদের সকলের। জনগণকে আস্থায় রাখতে হলে সকলকে নিয়ে কাজ করতে হবে। আপনারা সকলে যে যার অবস্থান থেকে কাজ করবেন।

এছাড়া, তিনি দেশের জনগণের জন্য একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন, যেখানে সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত হবে এবং কারও বিরুদ্ধে জবাবদিহি অব্যাহত থাকবে। শেখ হাসিনার সময়ে জবাবদিহি ছিল না, তাই ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতে পারতো না বলেও উল্লেখ করেন তিনি।

কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জের বিএনপির নেতৃবৃন্দরা অংশ নেন এবং তারেক রহমানকে বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর তিনি দেন।

সর্বশেষ সংবাদ

বিপ্লবের মাধ্যমে আসা সরকার ম্যান্ডেট নিয়ে চিন্তিত না : উপদেষ্টা রিজওয়ানা

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বিপ্লবের মাধ্যমে আসা...

এই বিভাগের অন্যান্য সংবাদ