মেধাবীদের জন্য স্কলারশিপসহ, স্কিল ডেভেলপমেন্টে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ কাউন্সিলে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলারস অ্যান্ড ফেলোস কমনওয়েলথ স্কলারশিপের ৬৫তম বার্ষিকী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। ‘কমনওয়েলথ স্কলারস অ্যান্ড ফেলোস সামিট: টুওয়ার্ডস আ নলেজ হাব’ শীর্ষক এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বিশ্বব্যাপী ৬৫ বছরের প্রভাব: কমনওয়েলথ পরিবর্তন নেতাদের ক্ষমতায়ন।’
সামিটে বিভিন্ন পেশা ও ক্ষেত্র থেকে ১২০ জন শীর্ষস্থানীয় কমনওয়েলথ স্কলার এবং ফেলো অংশগ্রহণ করেন। বক্তারা বাংলাদেশের এবং বৈশ্বিক উন্নয়নের জন্য কমনওয়েলথ স্কলারস এবং ফেলোসদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সারাহ কুক আরও বলেন, আগামীতে বৈশ্বিক উষ্ণায়নসহ বিভিন্ন ক্ষেত্রে আরও স্কলারশিপ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সে ক্ষেত্রে কমনওয়েলথ স্কলারসদের এগিয়ে আসতে হবে।