spot_img

মায়ের শাড়ি পরে বিয়ের পিঁড়িতে তানজিকা!

অবশ্যই পরুন

বিয়ে করেছেন বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তানজিকা আমির। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। বিয়ে করেছেন তানজিকা। বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি পোস্ট করে নিজেই জানালেন সেই খবর। অভিনেত্রীর মা ইসমত আরা তার বিয়ে শাড়িটি যত্ন করে রেখে দিয়েছিলেন। আর ৪১ বছরে এসে মেয়ে তানজিকা বিয়ে করেছেন তার মায়ের বিয়ের শাড়িটি পরে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার বেইলি রোডে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

মায়ের বিয়ের শাড়িতে কনের সাজে তানজিকা আমির। ছবি: অভিনেত্রীর ফেসবুক

একটি সংবাদমাধ্যমে তানজিকা বলেন, বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল। বিয়ের ওড়না।

যে আমার বিয়ের কস্টিউম করেছে, সে বলেছিল, ‘আপু আন্টির শাড়িটা এত সুন্দর। এটা কেটে ওড়না কেন বানাবে? এটা কেন তুমি বিয়েতে পরছ না?’ তারপর আমিও ভাবালাম এটা করা যায়। এরপর শাড়ির সঙ্গে মানিয়ে ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশা করা।

বিয়ে করা প্রসঙ্গে তানজিকা বলেন, আমি কখনো ভাবিনি যে জীবনে সিঙ্গেল থাকব। সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য এটা সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে পারিনি।

বর প্রসঙ্গে বলতে গিয়ে তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তার পরিচয়। ছবি: সংগৃহীত
তানজিকা বলেন, আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে, একেবারে পারিবারিকভাবে। আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।
বিয়ের পর অভিনেত্রী দেশে থাকবেন নাকি বরের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যাবেন এই প্রশ্নের জবাবে তানজিকা বলেন, অভিনয় তো আমার প্রাণের জায়গা। ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে তো যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।

প্রসঙ্গত, তানজিকা আমিরের দ্বিতীয় বিয়ে এটি। এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।

উল্লেখ্য, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। ২০১১ সালে তার বিয়ে হয় স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে। আর দুই বছর পরই তাদের বিচ্ছেদ হয়ে যায়। এনামুল করিম নির্ঝর পরে জনপ্রিয় অভিনেত্রী অপি করিমকে বিয়ে করলেও সিঙ্গেল ছিলেন তানজিকা। প্রায় এক যুগের বেশি সময় পর নতুন সূচনা করলেন অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ