spot_img

লাহোরকে হারিয়ে গ্লোবাল লিগের ফাইনালে রংপুর রাইডার্স

অবশ্যই পরুন

গ্লোবাল সুপার লিগের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের রংপুর রাইডার্স। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) লাহোরকে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) ২৩ রানে হারায় রংপুর।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে দেরি হয় ভেজা আউটফিল্ডের কারণে। পরে বৃষ্টির কারণে খেলা শুরু হতেও হয় দেরি। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে রংপুর ১ উইকেট হারিয়ে ৯ ওভারে তোলে ৮৫ রান। এরপর ফের বৃষ্টি নামলে ম্যাচ ৯ ওভারে নেমে আসে, বৃষ্টি আইনে লাহোরের লক্ষ্য দাঁড়ায় ১১১ রান। সেই রান তাড়ায় নেমে ৮৭ রানেই থামে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিটি।

লক্ষ্য তাড়ায় নামা লাহোর প্রথম ওভারেই হারায় ৩ উইকেট। তৃতীয় বলে অ্যাডাম রসিংটন (১) রানআউটের পর রানের খাতা খোলার আগেই পরপর দুই বলে লুক ওয়েলস এবং মুহাম্মদ ফাইজানকে বিদায় করেন শেখ মেহেদী হাসান। নিজের দ্বিতীয় ওভারে মুহাম্মদ আখলাককে (১১) সাজঘরে ফেরত পাঠান এই বোলিং অলরাউন্ডার।

এরপর আর ম্যাচে ফেরা হয়নি লাহোরের। বাকি সময়ে আরও ৩ উইকেট হারিয়ে ৮৭ রানেই থামে তাদের রানের চাকা। সর্বোচ্চ ৩১ রান আসে মির্জা তাহির বেগের ব্যাট থেকে। ১২ বলে ২৫ রান করেন টম আবেল। ২ উইকেট নেন জ্যাক ক্যাপেল। এক উইকেট যায় পেসার কামরুল ইসলামের পকেটে।

এর আগে, ব্যাটিংয়ে নেমে ঝোড়ো সূচনা পায় রংপুর রাইডার্স। উদ্বোধনী জুটিতে ২৫ বলে ৪৭ রান তুলে ফেলেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। সৌম্য ১৩ বলে ২২ রান করে ফিরলেও খেলা বন্ধের আগে অবিচ্ছিন্ন থেকে যান সাইফ হাসান এবং টেইলর। ২৭ বলে ৩২ রান আসে টেইলরের ব্যাট থেকে। আর মাত্র ১৪ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাইফ।

এ জয়ে সমান ৪ পয়েন্ট হলেও, নেট রানরেটে এগিয়ে থাকায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে পেছনে ফেলে ফাইনালে উঠেছে রংপুর। শিরোপা লড়াইয়ে নুরুল হাসান সোহানের দলের প্রতিপক্ষ ভিক্টোরিয়া।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ