spot_img

অনুসন্ধানী সাংবাদিকতায় সাংবাদিকদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে: টিআইবি

অবশ্যই পরুন

অনুসন্ধানী সাংবাদিকতায় সাংবাদিকদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানী সাংবাদিকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. ইফতেখার বলেন, সাংবাদিকদের অনুসন্ধান করা প্রতিবেদনগুলো নীতিনির্ধারণী পর্যায়ে ফলপ্রসূ ভূমিকা রাখছে। গত ২৬ বছরে ১ হাজার ৪৪০টি প্রতিবেদন জমা হয়েছে টিআইবি’তে। যার মধ্যে পুরস্কার পেয়েছেন ৯০টি প্রতিবেদন।

এসময় অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে টিআইবি নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বিপ্লবের মাধ্যমে আসা সরকার ম্যান্ডেট নিয়ে চিন্তিত না : উপদেষ্টা রিজওয়ানা

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বিপ্লবের মাধ্যমে আসা...

এই বিভাগের অন্যান্য সংবাদ