সবধরনের প্রতিযোগিতায় উড়ছিল লিভারপুল। টানা সাত জয়ের পর অবশ্য আর্নে স্লটের দল আটকে গেল নিউক্যাসল ইউনাইটেডে। দল দুটির রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রয়ে।
গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সেন্ট জেমস পার্কে শুরুতে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর শেষ সময়ে মোহামেদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে আবার জয়ের পথে ছিল লিভারপুল। তবে ফাবিয়ান শার তাদের জয় কেড়ে নেয়।
ঘরের মাঠে ৩৫ মিনিটে নিউক্যাসল লিড নেয় আলেক্সান্দার ইসাকের গোলে। ৫০ মিনিটে কার্টিস জোনস সেই গোল শোধ দিলে ৬২ মিনিটে আবার অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ম্যাগপাইরা। এরপরই শুরু হয় সালাহ শো। ৬৮ এবং ৮৩ মিনিটে জোড়া গোল করে লিভারপুলকে আরও একটি জয়ের পথে এগিয়ে নেন এই মিসরীয় তারকা। তবে ৯০ মিনিটে শারের গোল জয়বঞ্চিত রাখে অলরেডসের।
শেষ সময়ে পয়েন্ট খোয়ালেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছেই লিভারপুল। ১৪ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট দলটির ঝুলিতে। সাউদাম্পটনকে ৫-১ গোলে উড়িয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালেও গোলব্যবধানে পিছিয়ে পড়ায় সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল। আর ৭ ম্যাচ পর জয়ের দেখা পাওয়া ম্যানচেস্টার সিটি ২৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।