spot_img

গুরুত্ব কম দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে : স্বাস্থ্যের ডিজি

অবশ্যই পরুন

ঢাকা সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের ভেতর ২০ থেকে ৪০ বছর বয়সীরা রয়েছেন সবচেয়ে বেশি। এমনকি হাসপাতালে আসতে দেরি করা ও সচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে মৃত্যু কমছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর স্বাস্থ্যভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

তথ্যানু্যায়ী ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়ায় শহরের কর্মক্ষমরা বেশি আক্রান্ত হচ্ছে। সেইসাথে সঠিক সময়ে হাসপাতালে না আসায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

সচেতনতা বাড়াতে প্রচারণা আরও জোরদার করা দরকার বলে জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। বলেন, বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি। তবে সঠিক সময়ে হাসপাতালে আসলে এবং চিকিৎসা নিলে এই হার অনেক কমিয়ে আনা সম্ভব।

চলতি বছর এখন পর্যন্ত ৬৭ জন চিকুনগুনিয়া এবং ১১ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

সর্বশেষ সংবাদ

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে আজ ০৬ এপ্রিল ২০২৫ রাশিয়া গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। রাশিয়া সফর...

এই বিভাগের অন্যান্য সংবাদ