দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গানের পাশাপাশি নাটক ও সিনেমায় অভিনয় দিয়েও প্রশংসিত হয়েছেন এই গায়ক। তবে বেশ লম্বা সময় ধরে অভিনয়ে আর দেখা যাচ্ছে না তাকে। গানের পাশাপাশি ফের অভিনয়ে ফিরবেন এই গায়ক?
সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তাহসান নিজেই সেই প্রশ্নের উত্তর স্পষ্ট জানিয়েছেন। তাহসান খান বলেন, ‘আমি এই সময়ে পুরোটা গান নিয়ে ব্যস্ত থাকব।
তিনি বলেন, আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় মৌলিক গান দর্শকদের কাছে তুলে ধরা। যে কারণে দেখবেন, অনেকেই আগের পরিচিত গানগুলোই গাইছেন। কেউ গান রিমেক করছেন। সেদিকে না ঝুঁকে আমি দর্শক বুঝে নতুন গান করছি। নতুন গান হিট করানো অনেক কঠিন। এ কারণে অনেক জায়গায় মনোযোগ দিতে চাই না। তবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গেম শো “ফ্যামিলি ফিউড”-এর স্বত্ব কিনেছে বিঞ্জ, সেই শো দিয়ে দীর্ঘ ৮ বছর পর কোনো অনুষ্ঠানে ফিরছি।
উল্লেখ্য, সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত হয়েছেন তাহসান খান। সোমবার (২৫ নভেম্বর) গুলশানের একটি হোটেলে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাহসানের সঙ্গে চুক্তি সই করেন শাকিব খান। শাকিব-তাহসান দুইজনকে একসঙ্গে দেখে দর্শকরা ভেবেই নিয়েছেন হয়তো বড়পর্দায় ফিরছেন তিনি।