spot_img

শ্রীলঙ্কাকে হারিয়ে দৃষ্টিহীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

অবশ্যই পরুন

রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্লাইন্ড টি২০ বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আজ রোববার (১ ডিসেম্বর) মুলতানে দৃষ্টিহীন ক্রিকেটারদের বিশ্বকাপের সেমিফাইনালে লঙ্কানদের ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপের লিগ পর্বেই শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। সেমিফাইনালে অবশ্য লড়াই করতে হলো বেশ। আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই সালমান এবং আরিফ যোগ করেন ১৭৭ রান। মোহাম্মদ সালমানই অবশ্য বেশি আগ্রাসী ছিলেন। সেঞ্চুরি পাননি দূর্ভাগ্যবশত। তবে আউটের আগে ৪৯ বলে করেছিলেন ৯৭ রান।

এরপর বাংলাদেশের হয়ে আর কেউই সেভাবে লড়তে পারেননি। সালমানের আউটের পর অন্য ওপেনার আরিফই রানের চাকা সচল রেখেছেন। ৫৬ বলে করেছেন ৮১ রান। শেষে ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৪ রান।

পরে বল হাতেও বাংলাদেশের শুরুটা হয় দারুণ। ৫ ওভারেই লঙ্কানদের ৩ উইকেট তুলে নেন বোলাররা। পরে চন্দনা দেশপ্রিয় খেলেন ৫৪ বলে ৮৬ রানের ইনিংস। কিন্তু তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় জয়ের হাসি ছিল বাংলাদেশ।

আগামী ৩ ডিসেম্বর ফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। দিনের অন্য সেমিফাইনালে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১০ উইকেটের সহজ জয় পায় নেপালের বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

ভারত থেকে সাড়ে ২৪ হাজার টন চাল এলো চট্টগ্রাম বন্দরে

ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ