পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ করেছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা। বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘাত হয়। এ বিক্ষোভে নেতৃত্ব দেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর। এই ঘটনায় বুশরা ও গান্দারপুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ইমরান খানের দল পিটিআইকে নৈরাজ্যবাদী ও নাশকতাকারীদের দল হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত রোববার রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন স্থানে কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। তারা পেশোয়ার থেকে বিক্ষোভ শুরু করে ইসলামাবাদের ডি চকে জড়ো হন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকজন নিহত হন। এ ঘটনায় বুশরা ও গান্দারপুরকে দায়ী করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে শুক্রবার (২৯ নভেম্বর) উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। নিরাপত্তা বৈঠক ডেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এর মধ্যে পিটিআইয়ের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলার মতো বিষয় রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিশৃঙ্খলাকারীদের শনাক্তে একটি টাস্কফোর্স গঠন করেছেন। ভবিষ্যৎ সহিংসতা ঠেকাতে শাহবাজ শরিফে দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।