spot_img

জেতা ম্যাচ প্রতিপক্ষের হাতে তুলে দিলো রংপুর রাইডার্স

অবশ্যই পরুন

গ্লোবাল লিগের শুরুটা ভালো হলো না রংপুর রাইডার্সের। নিজেদের উদ্বোধনী ম্যাচেই হার দেখেছে নুরুল হাসান সোহানের দল। নাটকীয় সুপার ওভারে রংপুর হেরে গেছে হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। ২৬ নভেম্বর উদ্বোধন হওয়া প্রতিযোগিতায় বুধবার প্রথম মাঠে নামে রংপুর। যেখানে তারা মুখোমুখি হয় হ্যাম্পশায়ারের।

আগে ব্যাট করে হ্যাম্পশায়ার সব কয়টি উইকেট হারিয়ে তোলে ১৩২ রান। জবাবে রংপুরের ইনিংসও শেষ হয় সমান ১৩২ রানে। সুপার ওভারে আগে ব্যাট করে ১২ রান করে রংপুর। যা ১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে হ্যাম্পশায়ার।

গায়ানায় ম্যাচটা ছিল নাটকীয়তায় ভরা। রংপুরের হাতের মুঠোয় থাকা ম্যাচ যে সুপার ওভারে গড়াবে, সেটাই ছিল অলীক কল্পনা। তবে তাই হয়, ১৩২ রানের লক্ষ্যে ৫.৩ ওভারে ১ উইকেটে ৫৬ রান তোলে রাইডার্সরা।

তবে এরপরই বাধে বিপত্তি। পরের বলে সৌম্য সরকার আউট হন ২০ বলে ২৭ রানে। কোনো রান যোগ হওয়ার আগে ফেরেন আফিফ হোসেনও (০)। জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেন নুরুল হাসান।

ওয়াইনে মাদসেনকে নিয়ে পরের ৪০ বলে যোগ করেন ৩৩ রান। যেখানে ২৩ বলে ২৪ রান সোহানের। এরপর খুশদিল শাহের সাথে ২৭ বলে ৩১ রান যোগ করেন মাদসেন। খুশদিল আউট হোন ২০ বলে ২৫ করে।

১৭ ওভারে ১২১ রানে ষষ্ঠ উইকেটটাও হারায় রংপুর। মাদসেন ফেরেন স্বভাববিরুদ্ধ ইনিংস খেলে, ২৬ বলে ১৫ রানে রান আউট হয়ে। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ বলে মাত্র ১২ রান। জয়ের কথাই হয়তো ভাবছিল রংপুর।

তবে অবিশ্বাস্যভাবে এই সমীকরণ মেলাতে পারেননি রাইডার্স শিবির। শেখ মেহেদী এমন গুরুত্বপূর্ণ সময়ে আউট হন ৯ বলে মাত্র ৩ রান করে। হারমিত করেন ৫ বলে ৪ রান। শেষ পর্যন্ত শেষ বলে ২ রান নিয়ে প্রায় হারতে বসা ম্যাচ সুপার ওভারে নিয়ে যান রিশাদ।

সুপার ওভারে অবশ্য হেরেই যায় রংপুর। হ্যাম্পশায়ারকে মাত্র ১৩২ রানে আটকে দেয়ার মূল কারিগর চ্যাপেল এখানে আর সামলে উঠতে পারেননি। রংপুরের ১২ রানের বিপরীতে ২ ছক্কায় ম্যাচটা নিজেদের করে নেয় হ্যাম্পশায়ার।

এর আগে হ্যাম্পশায়ারকে আগেভাগেই বেঁধে ফেলেছিলেন জ্যাক চ্যাপেল। মাত্র ২৩ রানে ৫ উইকেট নেন তিনি। জোড়া উইকেট নেন হারমিত। হ্যাম্পশায়ারের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন শান মাসুদ।

রংপুরের পরের ম্যাচ আগামী ১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন ছাত্র আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদের পরিবার। এ সময়...

এই বিভাগের অন্যান্য সংবাদ