spot_img

সবাই ঐক্যবদ্ধ থাকুন, ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল

অবশ্যই পরুন

জাতীয় স্থিতিশীলতা জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

বৈঠকে সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

সর্বশেষ সংবাদ

বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা চক্রান্তের জাল বিছিয়েছে: তারেক রহমান

একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা সারাদেশে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা...

এই বিভাগের অন্যান্য সংবাদ