spot_img

নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার দায় থেকে ট্রাম্পকে অব্যাহতি দিলো আদালত

অবশ্যই পরুন

২০২০ সালের নির্বাচনী ফল পাল্টে দেয়ার চেষ্টার দায় থেকে অব্যাহতি পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে আলোচিত মামলা খারিজ করে দেয় মার্কিন আদালত।

মামলাটি খারিজে আদালতে আবেদন জানান, মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। সরকারের গোপন নথি বাড়িতে রাখার অভিযোগে করা মামলা খারিজের আবেদনও করেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে করা ওই দু’টি মামলাই করেছিলেন জ্যাক স্মিথ। তবে নিজেকে বরাবরই নির্দোষ দাবি করেছেন ট্রাম্প।

গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করবেন তিনি।

জ্যাক স্মিথ বলেন, প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিলে নিয়ম অনুযায়ী মামলা থেকে অব্যাহতি পাবেন ট্রাম্প। চার বছরের মেয়াদ শেষে আবার শুরু করা যাবে বিচারকাজ।

সর্বশেষ সংবাদ

সরকারের শ্রম সংস্কার প্রতিশ্রুতিকে স্বাগত যুক্তরাষ্ট্রের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রম সংস্কার শীর্ষ অগ্রাধিকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শ্রমিকদের স্বাধীন ট্রেড...

এই বিভাগের অন্যান্য সংবাদ