spot_img

ঋণ দেয়ার নামে লোক জমায়েত, অহিংস গণঅভ্যুত্থানের নেতা আটক

অবশ্যই পরুন

শাহবাগে জনসভার পর বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে মানুষ জড়ো করার চেষ্টায় থাকা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর।

ওসি জানান, বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে লোক জড়ো করার সঙ্গে মোস্তফা আমীন জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে– এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণঅভ্যুত্থান নামের সংগঠনের বিরুদ্ধে। এ অবস্থায় সংগঠনটির আহ্বায়ককে আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ