ব্যাটারি রিকশা চলাচলে সুপ্রিম কোর্টে আপিল করা হবে: উপ প্রেস-সচিব

অবশ্যই পরুন

ব্যাটারিচালিত রিকশা চলাচলে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক ব্রিফিংয়ে উপ প্রেস সচিব আরও বলেন, অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ না থাকলে বিমানবন্দরে কাউকে হয়রানি করা হবে না। এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া হবে। অন্যন্যরা এ বিষয়ে যে তথ্য দিয়েছে সেগুলো একান্ত তাদের ব্যক্তিগত কথা।

উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের আশ্বাসে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

এদিন সকালে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা চালকরা ১১টি দাবি নিয়ে অবস্থান নেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে লাইসেন্স গ্রহণ এবং অন্যান্য সুবিধা প্রদান।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ