বিশ্বকাপজয়ী তারকাকে ১৮ কোটিতে দলে ভেড়ালো পাঞ্জাব কিংস

অবশ্যই পরুন

তিন বছর পর ফিরছে আইপিএলের মেগা নিলাম। আর এমন আয়োজন মানেই যেন অর্থের ঝনঝনানি। এর আগে আরব আমিরাতে নিলাম হলেও প্রথমবার সৌদি আরবের জেদ্দায় ফ্রাঞ্চাইজিগুলো এক হবে পছন্দের ক্রিকেটারদের তিন বছরের জন্য দলে টানতে।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয় দু’দিনব্যাপি নিলামের প্রথম দিন। দু’দিনে মোট ৫৭৭ জন নিলামের জায়গা পেলেও প্রথমদিনে মাত্র ৮৪ জনকে তোলা হবে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী ও সচিব জয় শাহ। রয়েছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা। নিলাম অংশটি পরিচালনা করছেন ৪৭ বছর বয়সী এই ভারতীয় নারী মল্লিকা সাগর।

গত বছর আইপিএলের মিনি নিলামের আগে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামেও তিনি অকশনারের ভূমিকা পালন করেন। তাই আইপিএল কর্তৃপক্ষ মেগা নিলামের জন্যও তার ওপর আস্থা রেখেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মেগা নিলাম মল্লিকা সাগরের ক্যারিয়ারের প্রথম। ক্রিকেটের বাইরে প্রো কাবাডি লিগেও অকশনার হিসেবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে।

নিলাম অনুষ্ঠানে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন, দশ দলের মালিকরা। মুম্বাইয়ের নীতা ও আকাশ অম্বানী, দিল্লির হয়ে সৌরভ গাঙ্গুলি, রাজস্থানের হয়ে রাহুল দ্রাবিড়, কলকাতার টেবিলে বেঙ্কি মাইসোর, ডুয়াইন ব্রাভোরা রয়েছেন।

এদিকে ২০২৫ আইপিএলের মেগা নিলামে প্রথম ডাকেই দল পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা পেসার আর্শদ্বীপ সিং। তাকে ১৮ কোটিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি।

গতবারও পাঞ্জাব কিংসের ২২ গজ মাতিয়েছিলেন আর্শদ্বীপ। তাই রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে গতবারের ক্রিকেটারকে ধরে রাখে পঞ্জাব।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ