সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজের তিনদিন পর উদ্ধার করা হয়েছে ইসরায়েলের রাব্বি (ইহুদি ধর্মগুরু) জভি কোগানের মরদেহ। রোববার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এই ইসরায়েলি-মলদোভান নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস।
ইসরায়েলের অভিযোগ, ইহুদি বিদ্বেষের শিকার হয়েছেন এই ধর্মগুরু। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে তেল আবিব। তবে নিখোঁজ রাব্বির মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুবাই থেকে নিখোঁজ হন এই আল্ট্রা অর্থোডোক্স ইহুদি নেতা। শহরটিতে একটি মুদি দোকান পরিচালনা করতে তিনি।