spot_img

৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশ ৪০/২

অবশ্যই পরুন

এন্টিগায় ব্যাটে-বলে দাপট ওয়েস্ট ইন্ডিজের৷ দ্বিতীয় দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে তারা। প্রথমে ব্যাট হাতে রেকর্ড রান তোলার পর বল হাতেও বাংলাদেশকে ভুগিয়েছে স্বাগতিকরা। সব মিলিয়ে ভালো নেই টাইগাররা।

শনিবার টেস্টের দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণ করে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর ঘরের মাঠে যা ক্যারিবীয়দের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে দিনশেষ হবার আগে ২ উইকেটে ৪০ রান তুলেছে বাংলাদেশ।

জাস্টিন গ্রিভস ও কেমার রোচের অষ্টম উইকেট জুটিই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ১৪০ রান এসেছে তাদের জুটিতে। রোচ ক্যারিয়ার সেরা ৪৭ রান করে থামলেও প্রথম সেঞ্চুরি তুলে নেন গ্রিভস।

অথচ এই জুটির আগে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আজ ১১ রান যোগ করতেই হারিয়ে ফেলে আরও ২ উইকেট। ফলে ভালো কিছুর আভাস মেলে।

আগের দিনের সাথে মাত্র ৩ রান যোগ হতেই প্রথম উপলক্ষ পায় টাইগাররা। জশুয়া ডি সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন হাসান। ১৪ রান করে ফেরেন তিনি। পরের ওভারে ফেরান আলজারি জোসেফকে (৪)। আত্মবিশ্বাসী হয়ে উঠে দল।

তবে সময়ের সাথে সাথে সেই আত্মবিশ্বাস রূপ নেয় হতাশায়। গ্রিভস-রোচ মিলে ধীরে ধীরে ইনিংসটাকে টানতে থাকেন। চার শ’ পেরোলে বাংলাদেশ ফের উইকেটের দেখা পায়। কেমার রোচকে ফেরান হাসান মাহমুদ।

এরপর জেইডেন সিলসকে (১৮) মেহেদী মিরাজ ফেরালেও থামেননি গ্রিভস। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে পেয়ে যান প্রথম শতকের দেখা৷ ইনিংস ঘোষণার আগ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৫ রানে।

হাসান মাহমুদ ৩, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ নেন জোড়া উইকেট।

জবাব দিতে নেমে ভালো নেই বাংলাদেশ। ৫ রানের মাথায় জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল হাসান জয়। ১১ ওভারে জোসেফের শিকার হোন দলীয় ২১ রানে। ৩৩ বলে ৫ রান আসে তার ব্যাটে।

অবশ্য তার আগেই ফেরেন আরেক ওপেনার জাকির হাসান। সিলসের বলে স্ট্যম্প ভাঙার আগে ৩৪ বলে করেন ১৫ রান। তার বিদায়েই ভাঙে উদ্বোধনী জুটি।
২ ওপেনারকে হারিয়ে বাংলাদেশ দিন শেষ করেছে ৪০ রান নিয়ে।

১৯ রানের জুটি গড়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল হক (৭*) ও শাহাদাত হোসেন (১০*)। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে বাংলাদেশ পিছিয়ে আছে ৪১০ রানে।

সর্বশেষ সংবাদ

আলিয়াকে নকল, সমালোচনায় দীপিকা!

সম্প্রতি বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। গতকাল ছিল বড়দিন। বিশেষ এই দিনে ক্রিসমাস পার্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ