spot_img

আলুর দাম আরও বেড়েছে, স্বস্তি নেই ডিম-সবজিতেও

অবশ্যই পরুন

রাজধানীতে সরবরাহ বাড়ায় বিভিন্ন ধরনের সবজির দাম কমতে শুরু করছে। ফুলকপি ও বাঁধাকপির প্রতি পিসের দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। তবে নতুন আলুর দেখা মিললেও দাম চড়া। প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে ১৪০ থেকে দেড়শ টাকা। পুরাতন আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকায়।

একজন ক্রেতা বলেন, এক প্যাকেট সবজি কিনতেই আমার ১ হাজার টাকা খরচ হচ্ছে। এতেই বোঝা যায় আগের তুলনায় দাম অনেক বেশি।

অন্যদিকে সিম এবং লাউ বিক্রি হচ্ছে চড়া দামেই। সিমের কেজি ১২০ টাকা, প্রতি পিস লাউ-এর দাম হাঁকা হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। একজন বিক্রেতা বলেন, পাইকারি দাম তুলনামূলক বেশি। বেশি দামে পাইকারি কিনে আনি তাই বেশি দামে বিক্রি করতে হয়।

ক্রেতারা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে হলে সিন্ডিকেটের কারসাজি বন্ধের বিকল্প নেই। তবে ডিমের বাজার স্থিতিশীল। দোকানিরা বলছেন, খামার থেকে সরবরাহের পরিমাণ অনেক ভালো। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীর টানা তৃতীয় হার, এক লাফে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের...

এই বিভাগের অন্যান্য সংবাদ