spot_img

বিপিএলে বাড়ছে আম্পায়ারদের পারিশ্রমিক

অবশ্যই পরুন

বিপিএলে বাড়ছে দেশি আম্পায়ারদের পারিশ্রমিক। প্রতি ম্যাচের জন্য পাবেন ৫০ হাজার টাকা। বিদেশিদের পারিশ্রমিক ছয়শ ডলার। জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। তবে সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলবেন কিনা এমন তথ্য নেই এ বোর্ড পরিচালকের কাছে।

জোড়াতালি দিয়ে চলছে ক্রিকেট বোর্ডের কার্যক্রম! পরিচালকদের মধ্যে কার কী ভূমিকা এ নিয়ে আছে প্রশ্ন। পরিচালক পদে থাকা অনেকেই নিষ্ক্রিয়।

এসব আলোচনা সঙ্গী করে টি-টোয়েন্টি ফরম্যাটের এনসিএল আর বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। দুটো টুর্নামেন্টকে আকর্ষণীয় আর বিতর্কমুক্ত রাখার চেষ্টা ক্রিকেট বোর্ডের। যে কারণে গুরুত্ব দেয়া হচ্ছে আম্পায়ারিংয়ে। বাড়ছে দেশি আম্পায়ারদের পারিশ্রমিক। বিপিএলে ম্যাচ পরিচালনার জন্য ফি ৫০ হাজার টাকা। এতে ব্যবধান কমছে দেশি-বিদেশিদের মধ্যে।

ক্রিকেট বোর্ড পরিচালক ইফতেখার রহমান বলেন, আমি দায়িত্ব নেয়ার পর প্রথম বছর ২০ হাজার হয়, দ্বিতীয়বারে এটা ২৫ হয়েছে আর তৃতীয় বিপিএলে এটা ৩০ হয়েছে। এবার কিন্তু সেটা ৫০ হাজার হয়েছে। কারণ আমরা বিদেশি ও দেশী আম্পায়ারদের মধ্যে ব্যবধানটা কমিয়ে আনার চেষ্টা করছি।

বিদেশি আম্পায়ারের জন্য ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। ইতোমধ্যে সাড়া দিয়েছে লঙ্কান বোর্ড। ১১তম আসরের শুরু থেকেই থাকছে ডিআরএস।

ক্রিকেট বোর্ড পরিচালক আরও বলেন, দুই বছর আগে যে ডিআরএস হয়নি এর কারণ হচ্ছে সঠিক সময়ে আবেদন না করায় টেকনিক্যাল ইকুইপমেন্ট আমরা পাইনি। আমরা কিন্তু ডিআরএস কোম্পানির সঙ্গে ৫ বছরের একটা চুক্তি করে নিয়েছি।

টি-টেন খেলা সাকিব জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। অন্য পরিচালকরা কেউ কিছু জানেন না। সিদ্ধান্তের ভার সভাপতির হাতে। তাই নিশ্চিত নয় ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ বা চট্টগ্রামের হয়ে বিপিএল খেলা।

ইফতেখার রহমান আরও বলেন, আমি জানি না। ক্রিকেট বোর্ড বা বিপিএল গভর্ণিং কাউন্সিলের তো কোনো বাধা নেই। সে যদি এসে খেলতে পারে তাহলে তো সমস্যা নেই।

তৃতীয় বিভাগ লিগে হাতাহাতির ঘটনা, এনসিএলে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারদের রাগ, ক্ষোভের পর আরও কঠোর হবার ঘোষণা বিসিবি’র।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ