spot_img

হামলার ভয়ে ইউক্রেন থেকে দূতাবাস ক্লোজ করল যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকা দূতাবাস ক্লোজ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে থাকা নাগরিকদের দ্রুত আশ্রয়ের জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে। আজ বুধবার মার্কিন দূতাবাসের এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়।

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার একদিন পরই এই সিদ্ধান্ত এলো। আর ইউক্রেনকে রাশিয়ার ওপর এভাবে হামলার অনুমতিও দিয়েছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এখন তারই এমন সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া এই বিবৃতিতে আরও বলা হয়, অতিরিক্ত সতর্কতা হিসেবে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে এবং দূতাবাসে কর্মরতদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ভারী ক্ষেপণাস্ত্র হামলার অনুমতির খবর পেয়েই ইতোমধ্যে রাশিয়াও ইউক্রেনের পাওয়ার গ্রিডে ৯০টি ড্রোন ও ১২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে ও কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।

ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশনের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো বলেছেন, রাশিয়া আরও বিমান হামলা চালাতে প্রস্তুত। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, রাশিয়ানরা কয়েক মাস ধরে ইউক্রেনে ধারাবাহিক হামলার জন্য ক্ষেপণাস্ত্র মজুদ করছে। এর মধ্যে রয়েছে কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র, যা তারা এখনো উৎপাদন করে চলেছে। পাশাপাশি কালিবার ও ব্যালিস্টিকও রয়েছে।

গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রাশিয়ার গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমোদন দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। এ অবস্থায় গতকাল মঙ্গলবার পুতিন ‘হামলার বিস্তৃত পরিসরের প্রতিক্রিয়ায়’ পারমাণবিক মতবাদে কিছু পরিবর্তন এনেছেন।

রাশিয়া বারবারই পশ্চিমাদের সতর্ক করে আসছিল যে ইউক্রেনকে যদি যুক্তরাষ্ট্র এ ধরনের অনুমতি দেয় তবে তারা ধরেই নেবে ন্যাটো সদস্যরা সরাসরি এই যুদ্ধে রাশিয়ার বিপক্ষে জড়িত।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনা আসছে ভারতে, খেলবে দুটি আন্তর্জাতিক ম্যাচ!

কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। অপরদিকে লিওনেল মেসির ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উপমহাদেশের আনাচে-কানাচে। মেসিকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ