spot_img

ইরানে পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করলো ইসরায়েল

অবশ্যই পরুন

অবশেষে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করলো ইসরায়েল। সোমবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর ওয়াশিংটন পোস্টের।

নেতানিয়াহু বলেন, তেল আবিবের হামলায় ব্যাহত হয়েছে তেহরানের মিসাইল উৎপাদন সক্ষমতা। তিনি আরও জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচিও ছিলো এই হামলার অন্যতম লক্ষ্য।

সম্প্রতি পারমাণবিক কর্মসূচিতে হামলা নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে নেতানিয়াহুর দাবি, পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি গোপন করেনি তারা।

গত এক বছর ধরেই চরম উত্তপ্ত ইরান-ইসরায়েল সম্পর্ক। এপ্রিলের পর গত অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালায় ইরান। জবাবে তেহরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তেল আবিব।

সর্বশেষ সংবাদ

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ